ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়নের সালমান হোসেন ও সানি দুই কিশোরকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
গত ১৪ ডিসেম্বর এ ঘটনায় আহত সালমানের মামা জামাল হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন ।
মামলা সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জের ধরে বহিষ্কার কৃত ছাত্রলীগের নেতা রবিন খান, রাকিব সরদার, মোঃ ইমন, রাসেল, প্রিন্স, নাজমুল, রাজিবুল, এনামুলসহ সাঙ্গোপাঙ্গ সন্ত্রাসী বাহিনী মিলে তাদের উপর হামলা চালায়। এসময় সালমানের ব্যবহারিত মোটরসাইকেল ভাঙচুর করে, সালমানের হাতে থাকা স্বর্ণের আংটি ও নগদ ২৫০০ টাকা হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায় এবং রক্তাক্ত করে রাস্তার পাশে ফেলে রেখে যায় । এসময় সালমানের ডাকচিৎকার আহাজারি শুনে এলাকাবাসী ঘটনাস্থল থেকে সালমানকে উদ্ধার করে শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ বিষয়ে বরিশাল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার জানান অভিযোগ পেয়েছি তদন্ত সহকারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক