ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক : গেল সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হন ভারতের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী সুরেশ কুমার। রোববার (১১ অক্টোবর) মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গেল সপ্তাহ থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। যদিও তার মধ্যে কোনো লক্ষণ ছিল না। তবে রোববার ডাক্তারের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে এক টুইট বার্তায় মন্ত্রী জানিয়েছেন, গেল সোমবার করোনা পজিটিভ হওয়ার পর থেকে আমি হোম কোয়ারেন্টাইনে ছিলাম। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি আমার এক বন্ধুর হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে আমি ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবো। তবে দুশ্চিন্তার কিছু নেই। আমি সবদিক দিয়েই সেরে উঠছি।
মূলত করোনার লক্ষণ প্রকাশ পেতে শুরু করার কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক