ঢাকা ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪০৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৪৯৯ জন আক্রান্ত হয়েছে।
দেশে মোট তিন লাখ ৭১ হাজার ৬৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৬৫১ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৮৪ হাজার ৮৩৩ জন করোনা থেকে সুস্থ হলো।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৯৮টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২০ লাখ ১৩ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক ১৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৪৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৭৬ দশমিক ৬৪ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৫ শতাংশ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক