ঢাকা ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী জেলার এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। তার নাম খন্দকার তৌফিক আলম (৫৮)।
গতকাল সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৮ আগস্ট করোনা পজিটিভ হন তৌফিক। তিনি রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক শাখায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় হলেও তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় পরিবার নিয়ে থাকতেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক