করোনায় আক্রান্ত মালয়েশিয়ার ধর্মমন্ত্রী

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

করোনায় আক্রান্ত মালয়েশিয়ার ধর্মমন্ত্রী
নিউজটি শেয়ার করুন

 

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি মোহামাদ আল-বাকরি করোনায় আক্রান্ত হয়েছেন। এক ফেসবুক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানান তিনি।

 

ধর্মমন্ত্রী বলেন, আমি ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত যেসব সভা সমাবেশে উপস্থিত ছিলাম সেখানে থাকা বাকিদের অবিলম্বে করোনা পরীক্ষা করানোর অনুরোধ করছি।

 

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নূর হিশাম আবদুল্লাহ বলেন, শনিবার বৈঠকের সময় তিনি ধর্মমন্ত্রীর মধ্যে করোনার কোনো লক্ষণ অনুভব করেননি।

 

নূর হিশাম আরো জানান, মন্ত্রীর করোনার ইতিবাচক ফলাফল পাওয়ার পর থেকে প্রোটোকল অনুযায়ী আইসোলেশনে আছেন তিনি। পর্যবেক্ষণ এবং চিকিত্সার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র- সিএনএ

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ