ঢাকা ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নভেল করোনাভাইরাসে আক্রান্ত। তবে তার শারীরিক তেমন কোনো সমস্যা নেই। বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান জানান, মন্ত্রীর শরীরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করা হয়। গতকাল রাত ১২টা দিকে তার ফল পজিটিভ আসে। তবে তার তেমন কোনও শারীরিক সমস্যা নেই। বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার তিনি সিএমএইচে ভর্তি হন। আশু রোগমুক্তির জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এছাড়া পরিকল্পনা কমিশনের সচিব পদমর্যাদার আর্থ সামাজিক বিভাগের সদস্য আবুল কালাম আজাদও করোনা আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক