ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। আইজি প্রিজন্স জানান, দায়িত্ব নেওয়ার পর দুদিন তিনি অফিস করেছেন। শরীরটা একটু খারাপ থাকার কারণে করোনা পরীক্ষা করালে জানতে পারেন তিনি আক্রান্ত।
ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন । রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
গত বুধবার এই সেনা কর্মকর্তাকে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার আইজি প্রিজন্স হিসেবে তিনি দায়িত্ব বুঝে নেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক