ঢাকা ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
পিরোজপুর : করোনাভাইরাসের উপসর্গ জ্বর–শ্বাসকষ্ট নিয়ে পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার মা’রা গেছেন। আজ সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা’রা যায়।
জানা গেছে মারা যাওয়া সার্ভেয়ারের নাম নজরুল ইসলাম (৩৭)। সে পিরোজপুর পৌরসভার উত্তর নামাজপুর গ্রামের শাহজাহান হাওলাদারের পুত্র।
এ সময় নজরুল ইসলামের চাচাতো ভাই শাফিউল মিল্লাত জানান, গত শুক্রবার বিকেলে নজরুল ইসলাম জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হয়। গতকাল রোববার সকালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন দুপুরে নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যু হয়ে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক