করোনায় ২৪ ঘণ্টায় ১০২ জনের মৃত্যু

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

করোনায় ২৪ ঘণ্টায় ১০২ জনের মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। এটিই বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে টানা তিন দিন করোনাভাইরাসে ১০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৫ জন।

 

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন।

 

রোববার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ছয় হাজার ১২১ জন। মোট সুস্থ হয়েছে ছয় লাখ ১৪ হাজার ৯৩৬ জন। সুস্থতার হার ৮৫.৫৩ শতাংশ।

 

২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪০৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ০৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৭০ হাজার ৬৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

 

সবশেষ ২৪ ঘণ্টায় মৃত ১০২ জনের মধ্যে ৫৯ পুরুষ ও ৪৩ নারী রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন বাদে সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

 

বিভাগ অনুযায়ী, ঢাকায় ৬৮, চট্টগ্রামে ২২, রাজশাহীতে ৩, খুলনায় ১, বরিশালে ৪ ও ময়মনসিংহে ৪ জনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব ২, চল্লিশোর্ধ্ব ১৪, পঞ্চাশোর্ধ্ব ২৩ ও ষাটোর্ধ্ব ৬৩ জন।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ