ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৬ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
বরিশাল জেলায় নতুন করে আরও ২৭ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার ( ৪ সেপ্টেম্বর ) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এই তথ্য জানানো হয়।
আজ শনাক্ত ২৭ জনসহ জেলায় মোট তিন হাজার দুইশ ৩১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
পাশাপাশি ১০ জন সুস্থ হয়েছেন। জেলায় মোট ২৬২৬ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিগত ২৪ ঘন্টায় জেলায় করোনায় একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৫।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার ০৪ জন, বাকেরগঞ্জ উপজেলার ০১ জন, হিজলা উপজেলার ০১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ০১ জন, বাবুগঞ্জ উপজেলার ০১ জন, সদর উপজেলাধীন বিসারহাট এলাকাধীন ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত নতুন বাজার এলাকার ০৬ জন, কলেজ রোড ও ঝাউতলা প্রত্যেক এলাকার ০২ জন করে ০৪ জন, নথুল্লাবাদ, গোরস্থান রোড, কাউনিয়া, গোরাচাঁদ দাস রোড, বিএম কলেজ রোড, চকবাজার, বগুড়া রোড প্রত্যেক এলাকার ০১ জন করে ০৭ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন নার্সসহ মোট ২৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক