ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০
বরিশাল জেলায় নতুন করে আরও ১৪ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর ) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এই তথ্য জানানো হয়। আজ শনাক্ত ১৪ জনসহ জেলায় মোট তিন হাজার দুইশ চার জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
পাশাপাশি ২৫ জন সুস্থ হয়েছেন। জেলায় মোট ২৬১৬ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিগত ২৪ ঘন্টায় জেলায় করোনায় একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৪।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত সদর রোড, কাউনিয়া, চাঁদমারি, সাগরদি, বগুড়া রোড, দপ্তরখানা, নিউ সার্কুলার রোড, কালীবাড়ি রোড, কাশিপুর প্রত্যেক এলাকার ০১ জন করে ০৯ জন, জেলা পুলিশে কর্মরত ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০২ জন নার্স, , শের-ই-বাংলা মেডিকেল কলেজে কর্মরত ০১ জন স্টাফসহ মোট ১৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক