ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২২
‘শারীরিক সমস্যা থেকে চিরমুক্তির জন্য কবিরাজের পরামর্শে’ ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছেন মেজবাহুল হক ঘুটু (২৮) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে রংপুর জেলার গংগাচড়া উপজেলার দক্ষিণ খলেয়া কাহারটারী গ্রামে। এ ঘটনায় মামলার মূল আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। বিষয়টি জানিয়েছেন, র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।
শনিবার (১১ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৩ অধিনায়ক জানান, কবিরাজের পরামর্শ অনুযায়ী গত ২ জুন স্কুল থেকে ফেরার পথে ভুক্তভোগী ৭ বছরের শিশুকে পূর্ব পরিকল্পিতভাবে টাকার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নেয় ধর্ষণে সহায়তাকারী সুর্যিনা বেগম। এরপর মোবাইলে গেম ও অশ্লীল সিনেমা দেখানোর পর জোরপূর্বক ধর্ষণ করে মেজবাহুল হক ঘুটু। ভুক্তভোগী শিশুটি চিৎকার করলেও সুর্যিনা বেগম ও আজহারুল ইসলাম খদর এগিয়ে আসেননি বরং কেউ যাতে জানতে পারে সেই ব্যবস্থাই করেন। পরবর্তীতে ঘুটু ভুক্তভোগীকে বুঝিয়ে এবং হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করান।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ৪ জুন গংগাচড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব-১৩ এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে শনিবার (১১ জুন) গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ পৌরসভা এলাকা থেকে অভিযুক্ত মেজবাহুল হক ঘুটু (২৮) এবং ধর্ষণে সহায়তাকারী আজহারুল ইসলাম খদে (৫০) ও সুর্যিনা বেগমকে (২২) গ্রেফতার করে। পরে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা যায়।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাব-১৩’র অধিনায়ক। সেই সঙ্গে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওই কবিরাজের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও গ্রেফতারের আওতায় আনা হবে বলে জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক