ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মিজানুর

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মিজানুর
নিউজটি শেয়ার করুন

ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মিজানুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। ২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

মিজানুর রহমান বর্তমানে কানাডায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওমানের বর্তমান রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের স্থলাভিষিক্ত হবেন।

 

এ বিষয়ে ওমানে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার বলেন ‘সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে, ওমানে নতুন রাষ্ট্রদূত আসছেন এটা সঠিক’।

 

ওমান থেকে পরবর্তীতে কোন দেশে যাচ্ছেন এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, ‘এখনও সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি, এটা প্রেস রিলিজের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে’।

 

ওমানের নতুন রাষ্ট্রদূত মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ১৯৮৫ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।

 

এরপর থেকে পেশাদার কূটনীতিক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ