এমপি বাবু করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

খুলনা-৬ (কয়রা ও পাইকগাছা) আসনের সংসদ সদস্য (এমপি) আক্তারুজ্জামান বাবু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এমপি বাবু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, করোনা পজিটিভ হলেও বর্তমানে শারীরিকভাবে ভালো আছেন। বর্তমানে তিনি খুলনা মহানগরে নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন এমপি বাবু।

 

এদিকে খুলনা বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ডা. আখতারুজ্জামানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন। দুই মাস আগে করোনায় আক্রান্ত হয়ে তার একমাত্র মেয়ে মারা যান।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ