ঢাকা ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
কুয়েতে গ্রেফতার কৃত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলসহ ৪ জনের ৬১৭টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশে দিয়েছেন আদালত।
রোববার (২৭ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। একইসঙ্গে ৯২টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তিও ক্রোকের নির্দেশ দেন আদালত।
এসব তথ্য জানান, দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর। দুদকের পক্ষ থেকে এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
এ মামলাটি দায়ের করেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। তিনি গত ১১ নভেম্বর পাপুলসহ চার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ পত্র থেকে জানা যায়, পাপুল সহ অন্য আসামিদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। এদিকে জেসমিন প্রধানের ৫টি হিসাবের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০২০ পর্যন্ত লন্ডারিং হয় ১৪৮ কোটি টাকা। অথচ মাত্র বয়স ২৩ বছর বয়সী জেসমিনের নিজের কোনো আয়ের উৎস নেই।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক