ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
ভুয়া তথ্য দিয়ে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিনের বিরুদ্ধে করা মামলায় পাঁচদিনের রিমান্ডে নেয়ার আবেদনের শুনানি আজ। আদালতে তার উপস্থিতিতে এ রিমান্ড শুনানি হবে।
এর আগে, মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মমিনুল ইসলাম রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে ডা. সাবরিনার জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। সাবরিনাকে বা কার সহায়তায় মিথ্যা তথ্য দিয়ে দ্বিতীয়বার এনআইডি নিয়েছেন এবং তার হেফাজতে অন্য কোনো ভুয়া এনআইডি কার্ড আছে কিনা। এ সংক্রান্ত তথ্য সংগ্রহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের প্রয়োজন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক