ঢাকা ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংরা মুন্সির পুল এলাকা ও খাজুর বাড়িয়া গ্রামে একই রাতে চার বসতবাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। এ সময় চোরেরা স্বর্ণালংকারসহ নগদ টাকা ও মূল্যবান জিনিপত্র নিয়ে যায়।
সুত্রে জানা গেছে, উপজেলার কালাইয়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহম্মেদ সাদ্দামের ল্যাংরা মুন্সির পুল এলাকার বসতঘর থেকে এক ভরি ওজনের একটি চেইন ও একটি মোবাইল ফোন, খাজুর বাড়িয়া গ্রামের হামিদ আলী নামে এক ব্যক্তির বসতঘর থেকে স্বর্ণের তিনটা চেইন, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবীর হিমুর মিয়ার বাড়ির একটি বসতঘর থেকে একটি স্বর্নের চেইন ও তিনটি স্বর্নের আংটি ও তসলিম সরদার নামে এক অটো চালকের বসতঘর থেকে তার মেয়ের বিয়ের দেড় ভরি র্স্বনালংকার ও নগদ একলক্ষ টাকা নিয়ে যায়।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক