ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩
নাজমুল হক মুন্না, উজিরপুর:: জেলার উজিরপুরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে উজিপুর মডেল থানা পুলিশ নিয়মিত মামলার আসামি সহ মোট ১৩ জনকে গ্রেফতার করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত )তৌহিদুজ্জামান সোহাগ জানান, গত ০৪ নভেম্বর সোমবার রাতে এসআই রাকিব, এসআই তরুণ, এসআই মামুন, এএস আই সুরেশ, এএসআই মহিউদ্দিনের পৃথক নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত ৯জন ও নিয়মিত মামলার ০৪ জনসহ মোট ১৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রা হলেন উপজেলার পশ্চিম মশাং গ্রামের সুফিয়া বেগম (৫০)মাদার্শী গ্রামের হৃদয় বাড়ৈ(২২),রঞ্জিত বাড়ৈ (৪৫), খোকন বাড়ৈ(৫০), আলো রানী বাড়ৈ, মায়া রানী বাড়ৈ (৪৫),মনমত হালদার (৩৮),নয়াবাড়ী গ্রামের মোঃআঃ রাজ্জাক সিকদার (৪৮), মাদার্শী গ্রামের দিবশ হালদার, বিল গাববাড়ী গ্রামের সুনীল বাড়ৈ,বাসুদেব বাড়ৈ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, গ্রেফতার কৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক