ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আবুল হাসানাত আব্দুল্লাহ’র সহধর্মীনি বীর মুক্তিযোদ্ধা,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মরহুমা সাহান আরা আব্দুল্লাহ’র স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার ইচলাদি ঢালী মার্কেটের সম্মুখে উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক তালুকদার মাইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রইস সেরনিয়াবাদ।
বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাদ, ইউপি চেয়ারম্যান ছরোয়ার হোসেন, এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রইসুল ইসলাম রিয়ন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস রায়, বরিশাল জেলা ছাত্রলীগের সহ সম্পাদক রবিউল ইসলাম, বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকার, সাধারন সম্পাদক মিজানুর রহমান কবির, উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ আসাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, সমাজ সেবক জেলাল হক রাড়ী, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সৈকত হোসেন, ইউপি সদস্য আশরাফ রাড়ী, ইউসুফ হোসেন প্রমূখ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক