উজিরপুরে সাজাপ্রাপ্ত ডাকাত সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৩

উজিরপুরে সাজাপ্রাপ্ত ডাকাত সদস্য গ্রেপ্তার
নিউজটি শেয়ার করুন

 

বরিশালের উজিরপুর উপজেলা থেকে ডাকাতি বা দস্যুতার মামলায় দণ্ডিত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ জুন) সন্ধ্যায় ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে উজিপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেন।

 

 

গ্রেপ্তার হওয়া আসামি সুজন বয়াতি উপজেলার নরসিংহ গ্রামের সুলতান বয়াতির ছেলে।

 

 

পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, ২০১৪ সালের পাশের বানারীপাড়া উপজেলার একটি দস্যুতার মামলার আসামি সুজন। এ মামলায় তাকে আদালত ৭ বছর কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন তিনি।

 

 

 

তৌহিদুজ্জামান আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সুজন উপজেলার ডাবেরকুল বাজার এলাকায় অবস্থান করছে। এ খবরে থানা পুলিশের একটি দল ওই বাজারে অভিযান করে সুজনকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠানো হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ