ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩
নাজমুল হক মুন্না, উজিরপুর :: যাত্রীবাহি সাকুরা পরিবহনের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে ইজিবাইক চালক নাসির সরদার (৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামক এলাকায় শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে। নিহত নাসির সরদার উপজেলার মুন্ডপাশা গ্রামের মৃত নুরু মোহাম্মাদ সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. গোলাম রসুল জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে ইজিবাইকটি দুমরে মুচরে যায়। সংঘর্ষে গুরুত্বর আহত ইজিবাইক চালক নাসির সরদারকে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক