উজিরপুরে সরকারি অর্ধকোটি টাকার গাছ কেটে নিয়েছে প্রভাবশালীরা

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

নাজমুল হক মুন্না, উজিরপুর :: বরিশাল জেলার উজিরপুরে সরকারি রাস্তার গাছ কাটার মহোৎসব চলছে। ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার টু সাতলা সড়কের সেনের হাট বাজার থেকে ধামুরা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুড়ে সরকারি রাস্তার দুধারে বিভিন্ন প্রজাতির অর্ধকোটি টাকার শতাধিক গাছ কেটে নিয়েছে প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

 

 

স্হানীয় সূত্রে জানা যায় জামাল সরদার, কবির সরদার, মালেক হাওলাদার,রফিক হাওলাদার শাজাহান মল্লিক মিলে সরকারি রাস্তার দুই পাশের শতাধিক গাছ কেটে নিয়ে পাতা দিয়ে ঢেকে রাখে।

 

 

এ ব্যাপারে শোলক ইউনিয়নের কানসি গ্ৰামের ইউপি সদস্য মোঃ শিরাজুল ইসলাম সরদার জানান বিভিন্ন এলাকার লোকজন ৫/৬দিন ধরে শতাধিক গাছ কেটে নিয়েছে। তবে জামাল সরদারের কেটে নেয়া ৬টি গাছ আমার জিম্মায় দিয়েছে উপজেলা বনবিভাগ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। বাকি গাছ অন্যান্যরা কেটে নিয়ে যায়। এছাড়াও এক ব্যাক্তি মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে কন্টাকের মাধ্যমে অবৈধভাবে গাছ কেটে নেয়ার সহায়তা করেছে। ইউপি সদস্য আরো জানান সে প্রতি গাছ কাটা বাবদ ২/৩ হাজার টাকা চাঁদা নিয়েছে।

 

 

অভিযুক্ত রফিক হাওলাদার জানান সরকারি রাস্তার জমি আমার এবং আমার রোপিত গাছ কেটেছি। উপজেলা বনবিভাগ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান খবর পেয়ে কিছু গাছ জব্দ করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান উপজেলা বনবিভাগ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ