ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
বরিশালের উজিরপুরে নয়ন বৈরাগী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উজিরপুর পৌরসভার পরমানন্দসাহা গ্রামের রনজিত বৈরাগীর ছেলে সহকারী রাজমিস্ত্রী নয়ন বৈরাগীর(২৫)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে খাবার খাওয়া নিয়ে বাবা ও মায়ের সাথে সামান্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিমান করে নয়ন ঘর থেকে বের হয়ে যায়। আজ ২৬ সেপ্টেম্বর শনিবার সকালে একই গ্রামের রহিম মাষ্টারের মাছের ঘেরের পাড়ে একটি আমড়া গাছের সাথে ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমান পুলিশের টীম নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, নয়নের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক