ঢাকা ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩
নাজমুল হক মুন্না, উজিরপুর :: সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশী মূল্যে পিয়াজ ও আলু বিক্রির দায়ে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বাজারে তিন ব্যাবসায়ীকে অর্থ দন্ড দন্ডিত করা হয়েছে।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট কে এম ইশমাম অভিযান চালিয়ে উপজেলার শিকারপুর হাটের খুরচা ব্যাবসায়ী শাখওয়াত হোসেন , সুলতান ব্যাপারী প্রত্যেককে নগদ ২ হাজার টাকা পাইকারী ব্যাবসায়ী ফারুক খান নগদ ৩ টাকা জরিমানা করেন।
তাদের বিরুদ্ধে ভেক্তা অধিকার আইনের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্তিত ছিলেন শিকারপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি হেমায়েত মুন্সী উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু উজিরপুর মডেল থানার সহকারী উপ পরিদর্শক মো: ইউসুফ হোসেন। নির্বাহী ম্যজিস্ট্রেট কে এম ইশমাম জানান সরকারী নির্ধরিত দামের চেয়ে বেশী মূল্যে পন্য বিক্রয় করা হলে জেল সহ অর্থদন্ডের বিধান প্রয়োগ করা হবে। মানুষের কষ্টের কথা বিবেচনা করে ব্যাবসায়ীদের সল্প ব্যাবসা করে পন্য বিক্রয়ের জন্য আহব্বন জানান
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক