ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় মিনি কাভার্ডভ্যান, যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহেন্দ্র আলফার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত কাভার্ডভ্যান চালক আবিদ আলী (৪২) রংপুরের পীরগাছা উপজেলার পূর্ব চণ্ডিপুর গ্রামের মোজাম উদ্দিনের ছেলে।
মহাসড়ক থানার ওসি বেল্লাল হোসেন বলেন, ‘কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী তরী পরিবহনের বাস। পথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যানের পেছনে থাকা থ্রি-হুইলার এসে সজোরে আছড়ে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত কাভার্ডভ্যানের চালককে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিরাজ আহমেদ জানান, কাভার্ডভ্যান চালককে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় আর কেউ স্বাস্থ্য কমপ্লেক্সে আসেনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক