ঢাকা ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উজিরপুর উপজেলা ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওটরা ইউনিয়ন ছাত্রদলের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায় সোহেল বেপারী, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জসিম সরদার, উজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আওসাফ আহমেদ অনিক, বড়কোঠা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ গাজী আব্দুল্লাহ রাজু, সিনিয়র সহ-সভাপতি রমজান, হারতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী, মোহাম্মদ রিয়ন।
মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সাতলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক লিটন ঘরামী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, জল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ টিপু সুলতান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ অনিক,সিনিয়র সভাপতি মোহাম্মদ মিঠু,বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আলী জাকির মল্লিকসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ ।
বিক্ষোভ মিছিল শেষে উজিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আওসাফ আহমেদ অনিক বলেন, অবিলম্বে রিয়াজের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি করছি এবং তদন্ত করে আসল অপরাধীকে গ্রেফতারের দাবি জানান ।
অনিক আরও বলেন উজিরপুর থানা ওসি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা প্রত্যাহার না করলে থানা ঘেরাও কর্মসূচি পালন করবে উজিরপুর উপজেলা ছাত্রদল।
উপস্থিত বক্তারা অতিদ্রুত ছাত্রদল নেতা রিয়াজ খানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তা না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক