ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩
নাজমুল হক মুন্না, উজিরপুর:: প্রয়াত কমরেড বাবুলাল শীলের ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৬ জুলাই ২০২৩ রবিবার বিকাল ৪টা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা উজিরপুর বাজারস্থ বাবুলাল শীল মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির উজিরপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড নজরুল হক নীলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শেখ মোঃ টিপু সুলতান,বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড এইচ এম হারুন, উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল, বাংলাদেশ যুবমৈত্রী উজিরপুর উপজেলা কমিটির সভাপতি জাহিদ হোসেন খান ফারুক, সাধারণ সম্পাদক রফিকুল,জেলা যুবমৈত্রী সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক প্রমুখ।
আলোচনা সভার পূর্বে বাবুলাল শীলের সৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প অর্ঘ্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ যে ২০০৪ সালের ১৬ জুলাই উজিরপুর বাজারস্হ নিজ বাসভবনে সন্রাসীদের গুলিতে নিহত হন প্রয়াত কমরেড বাবুলাল শীল।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক