উজিরপুরে আম পাড়া নিয়ে বাকবিতণ্ডা, বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩

উজিরপুরে আম পাড়া নিয়ে বাকবিতণ্ডা, বৃদ্ধের মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

বরিশালের উজিরপুরে গাছ থেকে আম পাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে অসুস্থ হয়ে আ. সালাম সরদার (৬৫) বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

 

মঙ্গলবার (১৬ মে) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

 

 

তবে তার মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

মৃত আ. সালাম সরদার (৬৫) উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে।

 

 

থানা পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ মে) দুপুরে আ. সালাম সরদারের ঘরের পাশের একটি গাছ থেকে আম পাড়ছিলেন একই বাড়ির বাসিন্দা চাচাতো ভাই রিমন সরদার। এ সময় আম ঘরের টিনের চালার ওপর পড়লে মৃতের ১৪ মাস বয়সী নাতনির ঘুম ভেঙে যায়। এক পর্যায়ে আ. সালাম সরদার আম পাড়তে নিষেধ করলে চাচাতো ভাই রিমন সরদারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

 

 

এতে উত্তেজনায় আ. সালাম সরদার অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন রাতে তার মৃত্যু হয়।

 

 

মৃতের স্বজনদের দাবি, আ. সালাম সরদারের হৃদরোগের সমস্যা ছিল। এর আগেও বার্ধক্যজনিত কারণে দুইবার অসুস্থ হন।

 

 

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ