ঢাকা ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২
উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামাল হোসেন সবুজের মাতা বেতেরুন নেছা(৮০) গতকাল ভোররাত সোয়া ৪টার সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একই দিনে মহিলা আওয়ামীলীগের সাবেক নেত্রী মাসুদা বেগম(৬৫) একই দিন ভোর সাড়ে ৫টায় মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহে…….রাজেউন)।
মৃত্যুকালে ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। যোহরের জানাজার নামাজ শেষে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাদের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক ছুটে এসে জানাজার নামাজে অংশগ্রহন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক