ঢাকা ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মে ১১, ২০২৫
প্রকল্পের অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল জেলার উজিরপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. গিয়াস উদ্দিন বেপারীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংস্থাটির বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামানকে অনুসন্ধান কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইতোমধ্যে অভিযোগ অনুসন্ধানে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করে চিঠি দেওয়া হয়েছে বলে শনিবার সংস্থাটির একজন কর্মকর্তা জানিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারীর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।
দুদকে দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে, বরিশাল জেলার উজিরপুর পৌরসভার সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারীর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
যার মধ্যে রয়েছে, ভুয়া বিল ভাউচার তৈরি করে পৌরসভায় সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ, পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রীকে চাকরি দেওয়াসহ অন্যান্য দুর্নীতির অভিযোগ।
অন্যদিকে অভিযোগে গিয়াস ও তার পরিবারের নামে ঢাকার মোহাম্মদপুর ও উত্তরায় বিলাসবহুল ফ্ল্যাট, গাড়ি, উজিরপুর বন্দর পোস্ট অফিসের সামনে সরকারি জমিতে বাড়ি নির্মাণ, উজিরপুর থানার সাতলা বিল ও সন্ধ্যা নদীর চরসহ বিভিন্ন মৌজায় ১০ একর জমি থাকার কথা উল্লেখ রয়েছে। এছাড়া অর্থ পাচারের মাধ্যমে ভারতেও বাড়ি কিনেছেন বলে অভিযোগ রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক