ঈদে অনুদান চেয়ে ‘জুলাই যোদ্ধাদের’ চিঠি নিয়ে তোলপাড়

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫

ঈদে অনুদান চেয়ে ‘জুলাই যোদ্ধাদের’ চিঠি নিয়ে তোলপাড়
নিউজটি শেয়ার করুন

 

দিনাজপুরে ঈদ উপলক্ষে আর্থিক অনুদান চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে আবেদন করেছে ‘ওয়ারিয়স অব জুলাই’ নামে একটি সংগঠন। জেলার ১৩টি উপজেলার ইউএনওর কাছে সংগঠনটির জেলা শাখা এ আবেদন করে।

 

 

আবেদনপত্রগুলোর ছবি এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

 

এদিকে ইউএনও বরাবর চিঠি পাঠানোর বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এলে আবেদনকারীদের তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

 

সদর উপজেলা অফিস সূত্রে জানা যায়, গত রোববার ‘ওয়ারিয়স অব জুলাই’ সংগঠনের প্যাডে জুলাই যোদ্ধারা যেন ভালোভাবে ঈদ করতে পারে সেজন্য ইউএনওর কাছে আবেদন করা হয়।

 

 

আবেদনে বলা হয়, ‘বিনীত নিবেদন এই যে, আমরা দিনাজপুর সদর উপজেলার জুলাই যোদ্ধাগণ আপনার নিকট আবেদন করিতেছি যে, আমাদের ঈদ ভালোভাবে যেন করিতে পারি তাহার জন্য আপনার নিকট আর্থিক অনুদান চাহিয়া আবেদন করিতেছি। অতএব বিধায় প্রার্থনা উপরোক্ত অবস্থার প্রেক্ষিতে দিনাজপুর সদর উপজেলার জুলাই যোদ্ধাগণকে আর্থিক অনুদান প্রদান করিয়া বাধিত করিবেন।‘

 

 

সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক মো. ফরহাদ হোসেন ও সদস্যসচিব মো. মোস্তফা শাকিলের স্বাক্ষর ও সীলে এ আবেদন করা হয়। অন্য উপজেলাগুলোতেও তাদের স্বাক্ষর করা একই ধরনের আবেদন দেওয়া হয়।

 

 

এ বিষয়ে দিনাজপুর সদর উপজেলার ইউএনও মো. বোরহান উদ্দিন বলেন, কে বা কারা গত রোববার ‘ওয়ারিয়স অব জুলাই’ সংগঠনের প্যাডে দিনাজপুর সদর উপজেলার জুলাই যোদ্ধাগণের জন্য আর্থিক অনুদান চেয়ে একটি আবেদন দিয়ে গেছেন। গত সোমবার আমি সেই আবেদনটি ডাক ফাইলে পেয়েছি।

 

 

এক প্রশ্নের উত্তরে তিনে বলেন, আবেদন দিয়ে গেছে, কিন্তু আমার কোনো অনুদান দেওয়ার এখতিয়ার নেই, তা ছাড়া তারাও আমার সঙ্গে দেখা করেননি, মোবাইলে কথা বলেনি, আমিও কোনো প্রকার যোগাযোগ করিনি।

 

 

খানসামা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আজিজার রহমান বলেন, ওয়ারিয়রস অব জুলাইয়ের নামে কিছু ব্যক্তি চাঁদাবাজিতে নেমেছে। এরা আন্দোলনকারীদের ভাবমূর্তি নষ্ট করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

 

 

খানসামার ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, আমরা ফেসবুকে বিষয়টি দেখেছি। যদি অফিসিয়ালি চিঠি আসে, যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আবেদনের বিষয়টি জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলার আহ্বায়ক একরামুল হক আবির বলেন, ওয়ারিয়স অব জুলাই দিনাজপুর জেলা শাখার কমিটি স্থগিত করা হয়েছে। তারা ভুল করে আবেদন করেছিল। এ বিষয়ে তারা ভুল স্বীকার করেছে। আবেদনটির গ্রহণযোগ্য নয়।

 

 

এ নিয়ে ওয়ারিয়রস অব জুলাই’র কেন্দ্রীয় কমিটি ফেসবুক পেজে কারণ দর্শানোর নোটিশ প্রকাশ করে। সেখানে আহ্বায়ক আবু বকর সিদ্দীক লেখেন, জেলাগুলোতে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। দিনাজপুরে ইউএনও বরাবর চিঠি পাঠানোর বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট প্রতিনিধিদের ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ বিষয়ে জানতে আবেদনপত্রে আহ্বায়ক হিসেবে স্বাক্ষরকারী মো. ফরহাদ হোসেনের আবেদনে উল্লেখ করা মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ হয়নি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ