ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে চলছে বিক্ষোভ

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে চলছে বিক্ষোভ
নিউজটি শেয়ার করুন

 

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ করছেন দক্ষিণ সিটির বাসিন্দারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

 

 

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। নগরবাসীর আয়োজনে নগর ভবন অবরোধ ব্যানারে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমবেত হন তারা।

 

 

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা বলেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হলেও ইশরাক হোসেনকে এখনও শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। যেটি সুস্পষ্টভাবে বিচার বিভাগের অবমাননা।

 

 

তারা বলেন, ইশরাক জনতার নির্বাচিত মেয়র, তাকে শপথ না পড়ানো সংবিধান ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ