ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১
ভোলা : দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক কালবৈশাখীতে ভোলা-লহ্মীপুর রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। ইলিশায় দুটিঘাট উল্লেখযোগ্যজনক ক্ষতি হওয়ায় ফেরি কর্তৃপক্ষ রুট বন্ধ রেখেছেন বলে নিশ্চিত করেছেন ইনচার্জ পারভেজ খান। এরফলে ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইলিশা ও লহ্মীপুরের উভয় পাড়ে শতাধিক পন্যবাহি গাড়ির জট সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘাট সংস্কার না হওয়ায় দুই ঘাটের ফেরিতে থাকা অন্তত ২০টি পন্যবাহিন ট্রাক নামতে পারছে না। ইলিশা ফেরিতে অপেক্ষমাণ ট্রাকচালক রুবেল জানিয়েছেন, ঢাকা থেকে রেফ্রিজারেটর নিয়ে ভোলার ইলিশা ফেরি ঘাটে আসলে ঝড়ের কবলে ফেরিঘাট ভেঙ্গে যাওয়ায় নামতে পারছে না।
ভোলা সদর উপজেলার ট্রাকচালক রফিক মিয়া বলেন, ভোলা থেকে তরমুজ নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। ফেরির সিরিয়ালও পেয়েছি, কিন্তু সকালের ঝড়ে ঘাট উল্টে যাওয়ায় ফেরিতে উঠতে পারিনি। কবে ঠিক হবে আর কবে ফেরিতে উঠতে পারবো আল্লাহ জানেন।
ভোলার ইলিশা ফেরিঘাটের ইনচার্জ পারভেজ খান জানিয়েছেন, সকালের দিকে ঝড়ের কবলে পড়ে ভোলা-লক্ষীপুর রুটের ভোলা অংশের ইলিশা ফেরীঘাটের একটি লো ওয়াটার এবং একটি হাইওয়াটার ঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঘাট মেরামতের জন্য বিআইডব্লিটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক