ঢাকা ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার মধ্যঞ্চলীয় উত্তর কালিমনটান প্রদেশের তারাকান শহরে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে দশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুই কর্মকর্তা।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জরুরি ইউনিটের প্রধান স্যামটো জানিয়েছেন, সোমবার ভোরে তারাকান শহরের তিনটি স্পটে ভারী বর্ষণে এই ভূমিধসের সৃষ্টি হয়।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার অফিসের মুখপাত্র জসুফ লতিফ জানান, ভূমিধসের পরেই তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ওই দল ও অন্যরা মিলে ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছে। সেনা, পুলিশ, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মীরা ও স্বেচ্ছাসেবীরাও ওই উদ্ধারকাজে অংশ নিয়েছেন বলে জানান তিনি।
সূত্র- সিনহুয়া
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক