আল্লামা শফীকে হত্যার অভিযোগে ৩৬ জনের নামে মামলা

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

আল্লামা শফীকে হত্যার অভিযোগে ৩৬ জনের নামে মামলা
নিউজটি শেয়ার করুন

 

হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছেন তার শ্যালক মোহাম্মান মাঈন উদ্দিন। আর এই মামলায় আসামি করা হয়েছে হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকসহ আরও ৩৬ জনকে।

 

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ দায়ের করা মামলার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আবু হানিফ।

 

এই আইনজীবী জানান, মামলায় বাদিসহ সাক্ষী রাখা হয়েছে মোট ৬ জনকে। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

 

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, নাছির উদ্দিন মুনির, আহসান উল্লাহ।

 

প্রসঙ্গত চলতি বছরের সেপ্টেম্বরে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশবরেণ্য আলেম আল্লাম শাহ আহমদ শফী।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ