আমতলীতে মানবপাচারকারী চক্রের সদস্য আটক

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

আমতলীতে মানবপাচারকারী চক্রের সদস্য আটক
নিউজটি শেয়ার করুন

 

বরগুনার আমতলী উপজেলা থেকে সোহরাব চৌকিদার (৫০) নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৮ এর সদস্যরা।

 

রোববার (০৪ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প।

 

এর আগে শনিবার (০৩ অক্টোবর) দিনগত রাতে আমতলী ফায়ার সার্ভিস মোড় এলাকা থেকে সোহরাবকে আটক করা হয়। তিনি বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী এলাকার বাসিন্দা।

 

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে আমতলী ফায়ার সার্ভিস মোড় এলাকায় অভিযান চালিয়ে সোহরাবকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানবপাচারকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। চক্রটির শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবকরা। বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে চক্রটি মানবপাচার করছে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ