ঢাকা ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০
স্পোর্টস ডেস্ক : বর্ণবাদের কারণে গত শতাব্দীতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২১ বছর নির্বাসনে ছিল দক্ষিণ আফ্রিকা। ভিন্ন কারণে আবারো ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় পড়েছে দেশটি। প্রোটিয়া ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বিষয়ে সরকারি হস্তক্ষেপের কারণে এই পদক্ষেপ নিতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সবধরণের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির অলিম্পিক কমিটি। একইসঙ্গে বোর্ডের কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, যেকোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ অবৈধ। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এই ঘটনাটি আইসিসির নিয়ম পরিপন্থী।
অলিম্পিক কমিটি অভিযোগ করেছে, বোর্ড কর্মকর্তারা ২০১৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দুর্নীতি আর অব্যবস্থাপনার রেকর্ড করেছেন। ফলে তাদের দায়িত্বে থাকার কোনো সুযোগ নেই। এরই মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী এক মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী এই সময়টা বোর্ডের কাজ পরিচালনা করবে সাউথ আফ্রিকা স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি।
বোর্ডের নিয়ন্ত্রণ সরকার নিয়ে নেয়ায় শঙ্কার মুখে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। এর আগে জিম্বাবুয়ের সরকার দেশটির ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ নেয়ায় আইসিসি নিষিদ্ধ করেছিল দেশটিকে। এখন একইরকম শাস্তির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ আফ্রিকার।
অবশ্য আইসিসি ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক