ঢাকা ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুন ১, ২০২৫
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে আধিপত্য বিস্তার দ্বন্দের জের ধরে প্রতিপক্ষের আবদুল কাদের (১৯) নামের এক কিশোরকে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে অপর গ্রুপের বখাটেরা।
গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন সড়কে এ সহিংসতার ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরবয়েড়া গ্রামের বেলাল-শান্ত গ্রুপের সাথে পার্শ্ববর্তী মুরাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সন্তোষদি গ্রামের রফিক হাওলাদারের ছেলে হাসিব ও আনোয়ার হাওলাদারের ছেলে সিয়াম গ্রুপের পূর্ববিরোধ রয়েছে।
ঘটনার সময় বেলাল, শান্ত গ্রুপের সহযোগি চরবয়েড়া গ্রামের হোচেন মৃধার ছেলে কিশোর আ: কাদেরকে বোর্ড অফিস ব্রিজ এলাকায় গেলে প্রতিপক্ষ গ্রুপের হাসিব ও আনোয়ারের নেতৃত্বে ৫/৬কিশোর চাকু, খুড়, চাপাতি নিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহতের মা সেলিনা বেগম অভিযুক্ত হাসিব, সিয়ামসহ ৬জনকে আসামি করে দুমকি থানায় লিখিত অভিযোগ করেছেন।
বোর্ড অফিস ব্রিজ এলাকার কয়েকজন ব্যবসায়ি নাম প্রকাশ না করার শর্তে জানান, চরবয়েড়ার তালতলি বাজার ও মুরাদিয়ার বোর্ড অফিস বাজারের ওই দু‘কিশোর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের প্রকট দ্বন্দ আছে।
এর আগেও বিভিন্ন ইস্যুতে দু‘গ্রুপের মধ্যে কয়েক দফায় মারামারির ঘটনা ঘটেছে।এসব গ্রুপের অধিকাংশ কিশোরদের বিরুদ্ধে নেশাসক্তিসহ নানা অপরাধকর্মে জড়িতের অভিযোগ আছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক