আত্রাই উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

আত্রাই উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা
নিউজটি শেয়ার করুন

 

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

 

 

বুধবার( ৯ আগস্ট ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আশ্রয়ন প্রকল্পের চতৃর্থ ধাপে ভূমিহীনদের মাঝে জমিসহ ঘড় প্রদান করা হয়। তিনি জানান, হালনাগাদ নিরুপিত ভূমিহীন ও গৃহহীন তালিকা অনুযায়ী উপজেলায় ৪৫ বাড়ী তৈরী করা হয়।

 

 

বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালী যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ ধাপের বাড়িগুলো সুবিধাভোগী ভূমিহীন পরিবারের মাঝে প্রদান করেন। জমিসহ ঘড় প্রদান কার্যক্রম উদ্বোধনের সাথে সাথে এ উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।

 

 

এসময় নওগাঁ -৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাস,ওসি তারেকুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশিদ, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আইসিটি অফিসার সানজির উদ্দিন শিশির, আনছার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ