ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩
আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি: “সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে ৭ অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার( ৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে এক স্মৃতিচারণমূলক সভা হয়।
সভায় বঙ্গমাতার জীবন ও দর্শণ নিয়ে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি তারেকুর রহমান সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল,যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, আইসিটি অফিসার সানজির উদ্দিন শিশির, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, আনছার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান প্রমুখ।
স্মৃতিচারণমূলক আলোচনা শেষে প্রশিক্ষনপ্রাপ্ত সাত অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক