ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২৩
আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ ১৭ খেলা শুরু হয়েছে।
রোববার( ১১ জুন) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠে প্রথম রাউন্ডের খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম।
উক্ত উদ্বোধনী খেলায় ভোঁপাড়া ও মনিয়ারী ইউনিয়ন অংশ নেয়। এসময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি তারেকুর রহমান সরকার, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজিম উদ্দিন মন্ডল, তোফাজ্জল হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আনছার ভিডিপি অফিসার আমিনুল হক, উপজেলা ক্রীড়া সম্পাদক আবুল হাসান, স্কাউটস সম্পাদক ছালেক উদ্দিন, ক্রীড়া শিক্ষক সাংবাদিক রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক