আত্রাইয়ে প্রতিবন্ধীরা পেলো সহায়ক উপকরণ

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩

আত্রাইয়ে প্রতিবন্ধীরা পেলো সহায়ক উপকরণ
নিউজটি শেয়ার করুন

 

আল আমিন মিলন, আত্রাই(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী অফিসের আয়োজনে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীকতার ঝুঁকিতে থাকা ব্যাক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল সুফল ভোগীদের মাঝে সহায়ক উপকরণ তুলে দেন।

 

 

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান, তদন্ত ওসি লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান জানান, সুবিধাভোগীদের মাঝে ২৫টি হুইল চেয়ার ২টি ট্রাই সাইকেল ১টি ওয়াকার ৩টি স্মার্ট সাদাছড়ি ২টি টয়লেট চেয়ার এবং ২টি এলবো ক্রাচ দেওয়া হয়। একইসাথে সমাজসেবা অফিসের মাধ্যমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৭ রোগীকে ৫০ হাজার করে টাকার চেক তুলে দেওয়া হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ