আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৩

আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশু নিহত হবার খবর পাওয়া গেছে। সোমবার (১৯ জুন) দুপুর আনুমানিক ১২টায় উপজেলার বাঁকা গ্রামের স্কুল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ(৩)উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামের মাহফুজুর রহমান সরদারের ছেলে।

 

নিহতের পরিবার জানায়, আব্দুল্লাহ অন্য বাচ্চাদের সাথে বাড়ীর পাশে পুকুরের পানিতে হাঁসের বাচ্চা ধরতে গিয়ে পানিতে পরে ডুবে যায়। খবর পেয়ে বাড়ীর লোকজন ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

 

 

আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, বাচ্চা পানিতে পরে মারা যাবার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খবর নিয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে অন্যকোনো ঘটনা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ