আত্রাইয়ে জামাতের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫

আত্রাইয়ে জামাতের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
নিউজটি শেয়ার করুন

 

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি:

 

 

বুধবার (৪জুন) সকালে কর্মপরিষদ সভার মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব।

 

 

 

বুধবার সকালে উপজেলা জামাতের আমীর আসাদুল্লাহ আল গালিব এর সভাপতিত্বে সেক্রেটারী তোজাম্মেল হকের সঞ্চালনায় কর্মপরিষদ সভা শুরু হয়। সভায় উপজেলা ও ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের দেওয়া মতামতের ভিত্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রার্থীগণের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে ওসমান গনি এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে ছাবিনা খাতুনের নাম ঘোষণা করা হয়।

 

 

এরপর পঁাচুপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে শাহিন আহমেদ, আহসানগঞ্জ ইউনিয়নে এনামুল হক, হাটকালুপাড়া ইউনিয়নে হাসান আলী, কালিকাপুর ইউনিয়নে আমজাদ হুসাইন, বিশা ইউনিয়নে মাহমুদুল হাসান সাকিল, মুনিয়ারী ইউনিয়নে তোজাম্মেল হক এর নাম ঘোষণা করা হয়। উপজেলা ও অবশিষ্ট দুই ইউনিয়নে প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা গেছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ