ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩
আল আমিন মিলন, আত্রাই( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান(কারিগরি) ওই কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(কারিগরি) এবং বাংলা বিভাগের প্রভাষক আবু রেজা শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার অর্জণ করেছেন।
বুধবার(২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রমানিক,বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজুল শেখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার , বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, শুকটিগাছা কেডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম বিপ্লব, প্রভাষক আবু রেজা, প্রভাষক শহিদুল ইসলাম, আত্রাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৭৪ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে উপজেলায় কারিগরি পর্যায়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি)ওই কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) এবং বাংলা বিভাগের প্রভাষক আবু রেজা শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার অর্জণ করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক