ঢাকা ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
আবারো ঝড়বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ দেশের ১১ অঞ্চলে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার একই সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক