ঢাকা ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
বরিশালের আগৈলঝাড়া সদর বাজার ও পয়সা বন্দরে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
আইন- শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া।
উপজেলা সদর বাজারে মোল্লা ষ্টোরে মেয়াদ উত্তীর্ন মালামাল পাওয়ায় দোকানের মালিক জাকির মোল্লাকে ৬হাজার টাকা, পয়সা বন্দরে অঞ্জন মধুর সারের দোকানে মূল্য তালিকা না থাকায় ৩হাজার টাকা, মধু এন্টারপ্রাইজের মালিক শাওন মধুর দোকানে নিত্যপণ্যের গায়ে খুচরা মূল্য না থাকায় ৭হাজার ৫শত টাকা ও ভাই ভাই ষ্টোরে সঠিক নিয়মের মূল্য তালিকা না থাকায় মালিক আবু বকরকে ১ হাজার ৫শত টাকাসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ অভিযানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার এসআই জসিম উদ্দিন ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক