ঢাকা ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০
করোনাকালীন বাড়ানো ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়ায় ফিরেছে গণপরিবহন ও দূরপাল্লার বাস।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে করোনা পূর্ববর্তী ভাড়া আদায় করা হচ্ছে।
মঙ্গলবার সকালে রাজধানীর গণপরিবহন ঘুরে দেখা যায়, যাত্রীদের কাছ থেকে আগের ভাড়া আদায় করছে বাসের কনডাক্টররা। যাত্রীরাও আগের ভাড়া পরিশোধ করে গন্তব্যে যাচ্ছেন। শতভাগ আসনে যাত্রী নিয়ে চলছে গণপরিবহনগুলো।
তবে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার যে নিষেধাজ্ঞা রয়েছে, কিছু কিছু গণপরিবহন সেটা মানছে না। বাসে মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনাও রয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪শে মার্চ থেকেই বাংলাদেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ করে দেওয়া হয়। দুই মাস পর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গত ৩১ মে থেকে গণপরিবহন ও ট্রেন চালু করার অনুমতি দেয় সরকার। তখন বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেয়া হয়।
তিন মাস বর্ধিত ভাড়ায় বাস-গণপরিবহন চলার পর শনিবার (২৯ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে করোনাকালীন পূর্বের বাড়ায় বাস-গণপরিবহন চলাচল করবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক