আগামী ৩ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০

আগামী ৩ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে
নিউজটি শেয়ার করুন

 

আগামী ৭২ ঘণ্টা বা ৩ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাছাড়াও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে।

 

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

 

আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমী বায়ুর অক্ষ বিহার হতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্য একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তার দুর্বল অবস্থায় বিরাজ করছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ