ঢাকা ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেলকে দেখাশোনার দায়িত্বে থাকা অ্যাডভোকেট মাসুদ মিয়া হাসপাতাল থেকে এ তথ্য জানান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। অ্যাডভোকেট মাসুদ মিয়া জানান, ভোরে অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অ্যাটর্নি জেনারেলকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক